info@example.com 01771 099 044

Blog Details

এসির সুরক্ষায় করণীয়

তীব্র গরমে ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ বিকল এসি। রাতের ঘুমে ব্যাঘাত। আবার মেরামতকারীর শরণাপন্ন হওয়া। দিনযাপনের বিঘ্নতার সঙ্গে হলো মেরামতের জন্য আর্থিক লোকসানও। একটু সচেতন থাকলেই কিন্তু এ রকম হঠাৎ করে ঘরের গেজেট বিড়ম্বনায় ফেলতে পারে ন

তীব্র গরমে ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ বিকল এসি। রাতের ঘুমে ব্যাঘাত। আবার মেরামতকারীর শরণাপন্ন হওয়া। দিনযাপনের বিঘ্নতার সঙ্গে হলো মেরামতের জন্য আর্থিক লোকসানও। একটু সচেতন থাকলেই কিন্তু এ রকম হঠাৎ করে ঘরের গেজেট বিড়ম্বনায় ফেলতে পারে না। এসির ক্ষেত্রেও তা-ই। প্রতিদিনের ব্যবহারের জন্য অন্যান্য যন্ত্রের মতোই এয়ার কন্ডিশনারেরও যত্নের প্রয়োজন হয়। সঠিক যত্ন-আত্তি না করলে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র হঠাৎ অচল হয়ে যায়, কিংবা প্রাত্যহিক জীবনে বিড়ম্বনা বয়ে আনে। সেই বিড়ম্বনায় কম পড়তে এসির সুরক্ষার বিষয়ে পরামর্শ দিয়েছেন বাটারফ্লাই গ্রুপের সহকারী ব্যবস্থাপক সানি ঘোষ। তিনি বলেন, ‘প্রতিটি জিনিস যত্নে ভালো থাকে। তাই নিয়মিত এসির সুরক্ষার দিকে নজর দিতে হবে। গেজেট ভালো রাখার প্রথম শর্ত পরিচ্ছন্নতা। বছরে একবার সার্ভিসিং করিয়ে নিতে হয়। বেশির ভাগ বাড়িতে শীতের সময় এসি ব্যবহার করা হয় না। ব্যবহারের আগে ধুলা-ময়লা পরিষ্কার করে না নিলে একদিকে এসির মেশিন ঠান্ডা হতে সময় বেশি লাগে, অন্যদিকে বাড়তি বিদ্যুতের প্রয়োজন হয় বলে বিলের বোঝা বাড়ে। সঠিকভাবে ব্যবহার এবং একটু নজরদারিতে রাখলে এসি থেকে সঠিক সেবাটি পাওয়া যাবে।’

এসির সুরক্ষায় করণীয়

  • বিদ্যুতের ভোল্টেজের ওঠানামা এসির কমপ্রেসরের জন্য খুবই ক্ষতিকর। আপনার বাসার বিদ্যুৎ-লাইনটি ঠিক আছে কি না, সেদিকে সতর্ক নজরদারি করতে হবে। ভোল্টেজ ওঠানামা করলে অবশ্যই এসি বন্ধ রাখতে হবে।
  • টানা ২৪ ঘণ্টা এসি চালাবেন না। এসিতে আগুন ধরে যেতে পারে। কারণ, চালু থাকাকালে এসি গরম হতে থাকে। আর তা থেকে অগ্নিকাণ্ড ঘটে।
  • ঘরের দরজা-জানালা ভালো করে বন্ধ না রাখলে যন্ত্রে বাড়তি চাপ পড়ে এবং ঘর ঠান্ডা হতে দেরি হয়।
  • গরমের শুরুতে এসি চালানোর আগে সার্ভিসিং করিয়ে নিতে হবে। শীতকালে দীর্ঘদিন এসি বন্ধ থাকার কারণে গ্যাস কমে যাওয়া, যেকোনো পার্টসে সমস্যাসহ বিভিন্ন সমস্যা হতে পারে।
    এসি পরিষ্কার-পরিচ্ছন্নতায় করণীয়
  • এসি মেশিনের বাইরে ও ভেতরে ধুলা-ময়লা জমলে সহজে ঠান্ডা হয় না। তাই আসবাব মোছার মতো নিয়ম করে মেশিনের চারপাশ শুকনা কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখতে হবে।
  • এসির সুইচ ঠিকঠাক কাজ করছে কি না,Ñনিয়মিত চেক করে নিতে হবে।
  • অনেকেই গরমের দিনে ১৬ ডিগ্রিতে এসি চালান। কিন্তু ২৪ থেকে ২৫ ডিগ্রিতে চালিয়ে রাখলে মেশিনে বাড়তি চাপ পড়ে না। শুরুতে কিছুক্ষণ কম তাপমাত্রায় চালিয়ে নিয়ে তারপর তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে।
  • শক যেন না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। ভেজা হাতে সুইচ বা মেশিন ধরা একেবারেই ঠিক নয়। দরকার হলে রবারের শুকনা স্যান্ডেল পরতে হবে।
  • আউটডোর ইউনিট নিজেরা পরিষ্কার না করাই ভালো। শুধু ধুলা-ময়লা পরিষ্কার করে মুছে নিলেই যথেষ্ট।
  • শীতকালে আউটডোর ইউনিট চাপা দিয়ে রেখে দিলে ভালো হয়। বিল নিয়ন্ত্রণে রাখতে কিছুক্ষণ চলার পর এসি বন্ধ করে ফ্যান চালিয়ে রাখতে হবে।
  • এসি মেশিনের এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা দরকার। মাঝেমধ্যে মেশিন খুলে নিয়ে ফিল্টার বের করে নিন। শুকনা ধুলো ঝেড়ে নিয়ে ঈষদুষ্ণ সাবান-পানিতে ডুবিয়ে ভালো করে ধুয়ে পানি ঝেড়ে শুকনো করে নিয়ে ফিল্টার লাগাতে হবে।
  • ময়লা জমলে মেশিন ঠিকভাবে ঠান্ডা হয় না। ফিল্টার লাগানোর সময় সুইচ অন করে দেখে নিতে হবে বাতাস ঠিকমতো বেরোচ্ছে কি না।
  • অনেক সময় দেখা যায়, এসির বাইরের ইউনিটের আশপাশে ময়লা, ঘাস-লতাপাতা ও আবর্জনা জমে যায়। এ কারণে অচল হয়ে যেতে পারে এসি। তাই বাইরের অংশটিও নিয়মিত পরিষ্কার করতে হবে।

সুত্রঃ প্রথম আলো

Service Cart