info@example.com 01771 099 044

Blog Details

এসি লিক হবার কারন ও রিপেয়ার খরচ

প্রথম কারণ হল এসি ক্ষয়ে যাওয়া। যে কনডেন্সার পাইপ থাকে তা সময়ের সঙ্গে ক্ষয়ে যেতে শুরু করে। যার ফলে গ্যাস লিক হতে শুরু করে। এছাড়াও বাইরে থেকে এসি মেশিনে কোনও ক্ষতি হলে, যেমন ভারী কোনও যন্ত্রের সঙ্গে সংস্পর্শ বা ভিতর থেকে কোনও

সাধারণত ফিল্টার নোংরা হলে কিংবা টেম্পারেচারের সেটিং মোডে গন্ডগোল হলে এ সমস্যা হয়ে থাকে। তবে এর আরও একটি বড় কারণ হলো এসি গ্যাস লিক। গ্যাস লিক কী? এমন সমস্যা হলে কী করবেন?

এসির মধ্যে বাতাস ঠান্ডা করার গ্যাস থাকে। যা গরম বাতাসকে শীতল করে ব্লোয়ারের মাধ্যমে পুরো ঘরে ছড়িয়ে দেয়। তাই এই গ্যাসের লেভেল কোনো কারণে কমে গেলে বা লিক করলে ঘর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয় না। এক্ষেত্রে প্রথমেই জেনে নিতে হবে কী কারণে এসি গ্যাস লিক করতে পারে?

১. দীর্ঘদিনব্যবহারের ফলে অনেক সময় কন্ডেন্সর পাইপে ক্ষয় ধরে। এর কারণে লিকেজ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

২. কম্প্রেসার মটরের ভাইব্রেশন সঠিকভাবে কাজ না করলে কিংবা সুরক্ষিত না থাকলে গ্যাস লিক হতে পারে।

৩. এসি ইনস্টল করার সময় কোনো সমস্যা  হলেও গ্যাস লিকের সম্ভাবনা তৈরি হয়।

কীভাবে এসির গ্যাস লিক প্রটেক্ট করবেন 

১. কন্ডেন্সর তামার হলে ক্ষয়ের সম্ভাবনা কম থাকে। তাই এসি কেনার সময় অ্যালুমিনিয়াম কন্ডেন্সরের বদলে তামা বেছে নিন।

২. এসির আউটডোর ইউনিট কোথায় বসাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। চেষ্টা করুন যেখানে সূর্যের আলো কম পড়ে অর্থাৎ ছায়া থাকে, সেখানে বসাতে।

৩. শীতকালে এসির প্রয়োজন পড়ে না। খুব ভালো হয় সেই সময় আউটডোর ইউনিটটি ঢেকে রাখতে পারলে।

৪. নিয়মিত সময়ের ব্যবধানে এসি পরিষ্কার করুন। কোনো সমস্যা চোখে পড়লে দ্রুত মেরামতকারীদের খবর দিতে পারেন।

খরচ 

এক থেকে দেড় টন এসি লিক রিপেয়ারে গ্যাস চারজ সহ ৫০০০-৭৫০০  টাকা আসতে পারে । মূলত লিক ঠিক করার দাম নিরভর করে কতটা মেজর বা কতটা সহজ । সাধারনত ইনডোর এর মধ্যে লিক হলে অনেক সময় প্রেশার মেশিন ও পানির চৌবাচ্চার সাহায্যে লিক বের করতে হয় ,তাই খরচ বেরে যায়। 

লিক ঠিক করার ক্ষেত্রে চেস্টা করা উচিত সার্ভিস পয়েন্টে দিয়ে দেওয়া , তাতে করে সময় সাপেক্ষ হলেও লিক রিপেয়ার কোয়ালিটি সম্পন্ন হবে এবং বেশ কিছুদিন চালানো যাবে।

Service Cart